আমিনুল ইসলাম বাবু :
গত ১৬ ডিসেম্বর'২৪ তারিখে দৈনিক বাঙ্গালীর কন্ঠ এবং ২৮ ফেব্রুয়ারী, ৩ মার্চ'২৫ ও ১২ মার্চ'২৫ তারিখে সাপ্তাহিক অপরাধ সূত্র পত্রিকায় রাজউক জোন ৩ এর উপ জোন ২ এর ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন ও সহকারী অথরাইজড অফিসার মামুন এর গঠিত সিন্ডিকেট এর ঘুষ দুর্নীতি ও অরাজকতা নিয়ে নিউজ করার প্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এর হস্তক্ষেপে রাজউক কর্তৃপক্ষ এই সকল বিষয় আমলে নিয়ে প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করে এবং ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনের সকল অপকর্মের সত্যতা পেয়ে ০৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দে জারিকৃত রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত ২৫.৩৯.০০০০.০০৯.৩১,১১৪.১৫.৫৬৪ নং স্মারকের অফিস আদেশ মোতাবেক ইমারত পরিদর্শক মোঃ সোলাইমান হোসাইনকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন শাখায় ন্যস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে মোঃ সোলাইমান হোসাইন, ইমরাত পরিদর্শক, পরিচালক জোন-৩ এর উপ জোন ২ এর দপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা এর বিরুদ্ধে তাঁর কর্ম এলাকায় যথাযথভাবে তদারকি না করা, রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন তদারকিঅন্তে আইনগত ব্যবস্থা গ্রহণসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করার বিষয়ে সংশ্লিষ্ট অথরাইজড অফিসার, প্রকৌশলী শেগুপ্তা শারমীন আশরাফ এর নিকট হতে অভিযোগ পাওয়া যায়। উল্লেখ্য যে, অভিযোগসমূহের বিষয়ে তাঁর নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক কারণ দর্শানো হলে তাঁর প্রদত্ত জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় ও তাঁর এহেন কর্মকান্ডে কর্তৃপক্ষের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে এবং অফিস শৃংখলা ভঙ্গ হয়েছে। তাঁর এহেন কার্যকলাপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭(ক) অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও ৩৭ (খ) অনুযায়ী অসদাচরণের শামিল, যা তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে পুরদন্ড আরোপযোগ্য অপরাধ। বর্ণিতাবস্থায়, মোঃ সোলাইমান হোসাইন, ইমরাত পরিদর্শক, পরিচালক জোন-৩ এর উপ জোন ২ এর দপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা কে উক্ত কর্মকান্ডের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৪৩(১) মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করতঃ প্রশাসন শাখায় ন্যস্ত করা হলো।