অস্ত্র-গুলিসহ পল্লবীতে দুই চিহ্নিত সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক | /WWW.APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, সময়ঃ ০৬:৫০


এইচ.এম. বাবলু :
 

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। আটককৃতরা হলেন— হুদা মামুন (৪০) ও অরিন (৩৫)।

ডিবি সূত্রে জানা গেছে, রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে পল্লবী থানাধীন নিউ টাউন বাজারের মৎস্য আড়তের একটি গোপন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি এবং পুলিশের হারানো এসএমজির ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত হুদা মামুন ও অরিন রাজধানীর মিরপুরের শীর্ষ সন্ত্রাসী দুবাইপ্রবাসী মশিউর রহমান মশী গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পল্লবী ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল।

গত ১১ থেকে ১৩ এপ্রিল মিল্লাত বিহারী ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে টানা তিনদিন গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকাবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতায় ভোগে।

ঘটনার পর ডিবি মিরপুর বিভাগ ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে। পরে সফল অভিযানে হুদা মামুন ও অরিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুলিবর্ষণের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। ডিবি জানিয়েছে, অরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের আটটি মামলা রয়েছে, যার প্রতিটিতে চার্জশিট গৃহীত হয়েছে। অপরদিকে হুদা মামুনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে, এই চক্রের আরেক সদস্য সোহেল গত ২৫ এপ্রিল মাদকসহ পল্লবী থানা পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি মিরপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।