রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করায় ০৯টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে বৈদ্যুতিক মিটার জব্দ।।

নিউজ ডেস্ক | /WWW.APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৪৮


নিউজ ডেস্ক :

 

৪ নভেম্বর মঙ্গলবার'২৫ রাজধানীর মিরপুরের  দক্ষিণ পীরেরবাগ এলাকায় রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন, জোন ৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া ও জোন ৩/২ এর অথরাইজড অফিসার মাসুক আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

রাজউক জোন-৩/২ এর আওতাধীন নির্মাণাধীন ভবন সমূহের ব্যত্যয় রোধকল্পে মিরপুর ৬০ ফিট রোড, দক্ষিন পীরেরবাগ, ঢাকায় ১১ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি ভবনের সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয় এবং এই ভবন সমূহের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ৯টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকো কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও রাস্তার উপরে ভবনের সীমানা প্রাচীর নির্মাণ করে রাস্তা সংকীর্ণ করে রাখার অপরাধে ভবন ২টির সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান আজকের মোবাইল কোর্ট এর মাধ্যমে ৯টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে বৈদ্যুতিক মিটার জব্দ করেছি এবং ২টি ভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে রাস্তা প্রসস্থ করে দিয়েছি। ভবিষ্যতেও রাজউকের ভবন নির্মাণ বিধিমালা লঙ্ঘন রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকিবে।

 

মোবাইল কোর্ট পরিচালনা শেষে রাজউক জোন ৩/২ এর অথরাইজড অফিসার মাসুক আহমেদ বলেন ভবন নির্মাণ বিধি লঙ্ঘনের অপরাধে আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাজউকের ভবন নির্মাণ আইন লঙ্ঘনের অপরাধ করলে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন ৩/২ এর সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ, ইমারত পরিদর্শক আলী নূর সহ অন্যান্য ইমারত পরিদর্শক গণ ও স্থানীয় পুলিশ সদস্যগণ।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।