ঢাকা ১৭ আসনে নির্বাচন প্রার্থীতা প্রত্যাশী বিএনপি'র ত্যাগী যুব নেতা মাহমুদুল আলম সোহাগ।

নিউজ ডেস্ক | /WWW.APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ০৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৫১


বিশেষ প্রতিনিধি :

 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঢাকার ১৭ নম্বর আসনে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা, চলছে প্রচারণা, উঠান বৈঠক আর জনসংযোগ। ঢাকা ১৭ নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন, গুম ও বহু মিথ্যা মামলার শিকার সাবেক ছাত্র দল নেতা তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় মুখ মাহমুদুল আলম সোহাগ।

 

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই সরব প্রচারণা ইঙ্গিত দিচ্ছে, এই আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। গুলশান ও বনানীর বিলাসবহুল আবাসিক এলাকা থেকে শুরু করে ভাষানটেকের মধ্যবিত্ত-নিম্নবিত্ত অঞ্চল পর্যন্ত নির্বাচনী কর্মতৎপরতা ছড়িয়ে পড়েছে সমানভাবে।

 

জাতীয় সংসদের ঢাকা ১৭ আসনে নির্বাচনে অংশ গ্রহণে আগ্রহী বিভিন্ন দলের সদস্যদের পাশাপাশি হিরো আলম এবারও নির্বাচনে অংশ নিবেন বলে জানা গিয়েছে। এবারের নির্বাচনে প্রার্থী সংখ্যা বেশী হওয়ার সাথে নির্বাচনে হাওয়া গরম হয়ে উঠছে যা, বিগত নির্বাচন গুলোতে তেমন দেখা যায়নি বলে ঢাকা ১৭ আসনের বিভিন্ন এলাকা ঘুরে জানতে পারা যায়। জাতীয় নির্বাচনকে ঘিরে একটি উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রার্থীরা যে দলেরই হোক না কেন নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের কঠোর তৎপরতা আশাকরছেন জনসাধারণ।

 

মাহামুদুল আলম সোহাগ সাপ্তাহিক অপরাধ সূত্র'কে বলেন, ‘ঢাকা-১৭ শুধু উচ্চবিত্তের এলাকা নয়, এখানে শ্রমজীবী মানুষের জীবনও আছে। সবার অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রজীবন থেকেই অত্যাচার সহ্য করে বিএনপি'র রাজনীতি করে আসছি। আমার বিরুদ্ধে ১৫টির অধিক রাজনৈতিক মামলা ছিলো, আমাকে গুম করে রেখে ছিলো। আর এই কারনেই দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর শ্নেহধন্য হয়ে নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আমি বয়সের দিক দিয়ে ছোট হলে-ও আমার রাজনীতি এলাকার সকল শ্রেণীর মানুষের জন্য। আমাকে যদি চুড়ান্ত ভাবে মনোনয়ন প্রদান করা হয় তবে ঢাকা ১৭ আসনটিতে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসনটি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিবো। আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার আপামরজনসাধারণ ও আমার রাজনৈতিক গুরুজনদের দোয়া কামনা করছি।'


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।