অপরাধ সূত্র :
আমিনুল ইসলাম :
ঢাকা জেলার সাভার থানার কমলাপুর গ্রামের কমলাপুর মৌজায় জনৈক সাংবাদিক শফিউল আজমের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী, ভূমিদস্যু বিলাস চক্রের বিরুদ্ধে । জানা যায় সাভার থানার কমলাপুর গ্রামের মৃত - কেনু মাষ্টারের পুত্র বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাভারের চিহ্নিত সন্ত্রাসীদের গডফাদার বিলাস ক্ষমতার অপব্যবহার করে দখলবাজির মাধ্যমে চাঁদা আদায়ের উদ্দেশ্যে জাতীয় সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আজমের ক্রয়কৃত জমিতে তার সিন্ডিকেটের সদস্যদের দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় প্রতিবাদ করলে ভূমিদস্যু ও চাঁদাবাজ বিলাসের সাঙ্গপাঙ্গরা জমির মালিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরুপায় হয়ে শফিউল আজম জমি উদ্ধারের মামলার ফাইল নিয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রন্ত হওয়ার পাশাপাশি প্রাণনাশের ভয়ে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে তার জমির অবৈধ দখলের পায়তারা বন্ধ এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক শফিউল আজম।
অভিযোগ উঠছে, সাভারের কমলাপুর, ভবানীপুর, কালিয়াকৈর, রাজাশনসহ আশপাশ এলাকায় ভূমিদস্যু ও আওয়ামী যুবলীগ নেতা, স্থানীয় সন্ত্রাসীদের গডফাদার, অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অর্থের যোগান দাতা কথিত শিল্পপতি বিলাস গমেজের ছত্রছায়ায় প্রভাবশালী একটি চক্র জমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে । কোনো কাগজপত্র ছাড়াই নিরহ মানুষদের জমি দখল করে নিচ্ছে। বিলাস চক্রের অপকর্ম আরো শক্তিশালী করতে স্থানীয় পাড়া-মহল্লার বিভিন্ন রাজনৈতিক দলের পাতিনেতা ও স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের টাকার বিনিময়ে ম্যানেজ করে থাকে এই বিলাস গমেজ। স্থানীয় পাতিনেতা ও সন্ত্রাসীদের ঢাল হিসেবে ব্যবহার করে এলাকার পাড়া-মহল্লার মধ্যে জায়গায়গুলোতে দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে বেশ দাপটের সাথে। ভূমিদস্যু বিলাস গমেজের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাভারবাসী।
সাভার থানায় দায়েরকৃত অভিযোগ ও ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিআর মামলা নং ৬২৫/(২৫) মামলা সূত্রে জানা যায়, সাভার থানার কমলাপুর মৌজাস্থিত খতিয়ান নং-সি.এস- ৯৮ নং, এস.এ- ১৭৩, আর.এস-১২১নং খতিয়ানে দাগ নং- সি.এস ও এস.এ-১৫০নং, আর.এস-৭০৯ নং দাগে সাংবাদিক মো. শফিউল আজম ও তার নিকট আত্মীয় ডাক্তার মো. আলতাফ হোসেন গত ২৫/০৬/২০১৪ইং তারিখে সাভার সাব রেজিস্ট্রি অফিসে ১২০০৬ নং দলিল মূলে কমলাপুর গ্রামের মৃত জোসেফ রোজারিও এর পুত্র সত্য রোজারিও গংদের নিকট থেকে ক্রয় করেন। উক্ত জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নিজেদের নামে নামজারি করে খাজনাদি পরিশোধ করে আসছেন। উক্ত জমিতে শফিউল আজম বাড়িঘর নির্মাণ করার উদ্দেশ্যে সত্য রোজারিওকে জমি মেপে দেওয়ার জন্য অনুরোধ করলে গত ২৬-০৩-২০২৫ইং তারিখে সত্য রোজারিও স্হানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় স্থানীয় সার্ভেয়ারের মাধ্যমে ৮ শতাংশ জমি মেপে শফিউল আজমকে বুঝিয়ে দেন। এবং গত ২৮-০৩-২০২৫ইং তারিখে শফিউল আজম উক্ত জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। সাংবাদিক শফিউল আজমের জমিতে গত ০৪-০৪-২০২৫ইং তারিখে ভূমিদস্যু বিলাস গোমেজের নির্দেশে তার সন্ত্রাসী চক্রের অন্যতম সদস্য, বনিফাস, জুলিয়েট, ছিমন, জেসন, আদম, সলেমানসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চাঁদার দাবিতে জোরপূর্বক সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন ভূমিদস্যু বিলাসের পিতা ছিলেন সামান্য একজন স্কুল মাস্টার, কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসী, জালিয়াতি সহ বিভিন্ন অনৈতিক উপায়ে কোটি কোটি টাকার মালিক হয়ে সন্ত্রাসী বিলাস একটি সিন্ডিকেট তৈরি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে, সন্ত্রাসী ও ভূমিদস্যু খুলনার সিরিয়াল কিলার এরশাদ শিকদারের প্রেতাত্মা বিলাস ধূর্ত প্রকৃতির লোক তাই তার বিরুদ্ধে কেহ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না। কেহ মুখ খুললে তাহার উপর চালানো হয় নির্যাতনের স্টিমরোলার।বিলাসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা, গার্মেন্টস ব্যবসার আড়ালে কোটি কোটি কালো টাকা, আয়কর ফাঁকি, অস্ট্রেলিয়ায় হুন্ডির মাধ্যমে টাকা পাচারসহ নানা অভিযোগ রয়েছে যাহা অনুসন্ধান পূর্বক প্রকাশ করা হবে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণে।