রাজধানীর মানিকদী ও মাটিকাটায় রাজউক এর মোবাইল কোর্ট ও বৈদ্যুতিক মিটার জব্দ।।

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বার ২০২৫ | সময়ঃ ১২:৪৯
photo

অপরাধ সূত্র :

নিউজ ডেস্ক :

২০ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের পশ্চিম মানিকদী ও মাটিকাটা এলাকায় রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান, রাজউক জোন ৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া ও জোন ৩/১ এর অথরাইজড অফিসার এফআর আশিক আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রাজউক জোন-৩/১ এর আওতাধীন নির্মাণাধীন ভবন সমূহের ব্যত্যয় রোধকল্পে মিরপুরের পশ্চিম মানিকদী ও মাটিকাটা এলাকায় ৭ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ভবনের অবৈধ নকশা বহির্ভূত অংশ ভেঙ্গে দেওয়া হয় এবং এই ভবন সমূহের মধ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকো কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান সাংবাদিকদের জানান আজকের মোবাইল কোর্ট এর মাধ্যমে পশ্চিম মানিকদী এলাকায় ৬টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করেছি এবং মাটি কাটা এলাকায় অভিযোগ এর প্রেক্ষিতে ১টি ভবনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও রাজউকের ভবন নির্মাণ বিধিমালা লঙ্ঘন রোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকিবে।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে রাজউক জোন ৩/১ এর অথরাইজড অফিসার এফআর আশিক আহমেদ বলেন ভবন নির্মাণ বিধি লঙ্ঘনের অপরাধে আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আমরা আজ পশ্চিম মানিকদী এলাকায় ৬টি ও মাটিকাটা এলাকার ১টি ভবনে মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি ও ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকো কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছি। রাজউকের ভবন নির্মাণ আইনের লঙ্ঘন পেলে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভবিষ্যতেও উচ্ছেদ কার্যক্রম পরিচালনাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন ৩/১ এর সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক নূর ইসলাম, ইমারত পরিদর্শক শামীম হোসেন, ইমারত পরিদর্শক ছামিউল সহ অন্যান্য ইমারত পরিদর্শক গণ।

  • নিউজ ভিউ ৬৪