শেওড়াপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান : ৮ লাখ টাকা জরিমানা সহ বৈদ্যুতিক মিটার জব্দ

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৩ মে ২০২৫ | সময়ঃ ০৫:৩৮
photo

অপরাধ সূত্র :

আমিনুল ইসলাম বাবু :


রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। নকশা বহির্ভূত এসব ভবনের আংশিক অপসারণসহ মিটার জব্দ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় তিনটি ভবনকে আট লাখ টাকা জরিমানাও করে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

১২ই মে'২৫ তারিখ সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫ট পর্যন্ত পরিচালিত  এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দান করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন, রাজউক জোন ৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া ও অথরাইজড অফিসার শেগুপ্তা শারমিন আশরাফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুমোদন করা নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের কাজ পরিচালনা করায় মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া ইকবাল রোড এলাকার সাতটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাজউক।
ভবন নির্মাণের ক্ষেত্রে ভয়েড ও ভবনের সামনে চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা না রাখায় বেশ কয়েকটি ভবনেরই নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। এসময় তিনটি ভাবনকে আট লাখ টাকা আর্থিক জরিমানাসহ সাতটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজউক।

ইমারত পরিদর্শক মৌখিক ও লিখিতভাবে তিন দফায় নোটিশ দেয়ার পরও নকশা বহিভূর্তভাবে কাজ পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করে রাজউক।

পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি বলেন, নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবনের বর্ধিতাংশ অপসারণসহ করা হচ্ছে আর্থিক জরিমানা ও পাশাপাশি ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্নকরন।
ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত সকল ভবনের ক্ষেত্রে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় রাজউক।

  • নিউজ ভিউ ৩৩